পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে ১০দিন ব্যাপী বাৎসরিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা পিএমকের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। ৩১ শে ডিসেম্বর ২৪ ইং শুরু হয়ে পুরস্কার বিতরণ মাধ্যমে ১১ই শনিবার ২০২৫ টুর্নামেন্টের সমাপ্তি হয়। প্রধান নির্বাহী জনাব কামরুন নাহার ও উপপ্রধান নির্বাহী জনাব দেওয়ান ফয়সাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ খেলায় অন্তর্ভুক্ত ছিল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ও দাবা সহ বিভিন্ন খেলার অন্তর্ভুক্তি ছিল। প্রতিটি খেলায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপন ও প্রতিদ্বন্দিতা হয়েছে। আরো উপস্থিত ছিলেন পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী সুদীপ্তা কবির । প্রধান অতিথির বক্তব্যে কামরুন নাহার বলেন, আমরা প্রতিবছরই এ খেলার আয়োজন করে থাকি।
প্রতিটা খেলোয়ার কে উৎসাহ উদ্দীপনা ও মনো বিকাশের জন্য এই উদ্যোগ । কাজের ফাঁকে মাঝে মাঝে এমন মনো বিকাশকে বিনোদনের প্রধান উৎস হিসাবে তিনি মনে করেন। তিনি আরো বলেন কর্মজীবনকে পিছে ফেলে জীবনের তারুণ্য গতিকে সামনে আনার জন্যই এই প্রয়াস।