সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার কাছে পদত্যাগ পত্র জমা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন।
পদত্যাগ পত্রের মাধ্যমে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এখন থেকে পূর্ববর্তী নির্বাচিত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা জানান, বুধবার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে মোঃ আক্তার হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পদত্যাগ পত্রটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে।