বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাসেল মাহমুদ তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে মৌলভীবাজার থেকে হেনরী ও লাবুকে র্যাব সদস্যরা আটক করেন।
হেনরী ও লাবু সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী। তিনটি মামলার মধ্যে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় দুজনকে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদ করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সাতদিনের রিমান্ডে হেনরী তালুকদার ও শামীম তালুকদার লাবু জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপুনর্ব তথ্য দিয়েছেন। রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এছাড়াও রঞ্জু হত্যা মামলা ছাড়াও ছাত্রদল নেতা সুমন ও যুবদল নেতা আব্দুল লতিফ হত্যা এবং অবৈধ অস্ত্র সংক্রান্ত মামলা তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।