1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন

কাজিপুরে জমির মাঝে ঝুপড়ি উঠিয়ে জমি দখলের পায়তারা

মিজান রহমান
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চল মুনসুর নগর ইউনিয়নের শালদহ এলাকায় জমির মাঝে মাঝে ঝুপড়ি উঠিয়ে প্রায় তিনশত একর ভূমি জোরপূর্বক দখলের পায়তারা করছে ।

রবিবার ১৩ (অক্টোবর) উপজেলার মনসুরনগর ইউনিয়নে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায় বিশাল জমির মাঝে মাঝে ছোট ঝুপড়ি ঘর উঠিয়ে রেখেছে দখলকারিরা,

সরেজমিনে গিয়ে জানা যায় দির্ঘ ২০ বছর আগের পৈতৃক সম্পত্তি যমুনার করাল গ্রাসে নদী গর্বে বিলীন হয়ে যায় বর্তমান সেই জমি নদী থেকে চর জেগে উঠে চাষাবাদে উপযোগী হয়েছে। এখন সেই চাষাবাদে উপযোগী হওয়া জমি একদল ভূমিদস্যু জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।

শালদহ গ্রামের শাহিন আলম বলেন আমাদের বাব-দাদার সম্পত্তি নদী গর্বে বিলীন হয়ে গিয়েছিল এখন চর জেগেছে অথচ সেই জমি ভূমিহীন না হয়েও ভূমিহীন সেজে জোড় করে দখলের পায়তারা করছে।

অভিযোগের সুরে শালগ্রামের ইব্রাহিম মিয়া জানান আমাদের পৈত্রিক সম্পত্তি শালদহ গ্রামের ইলাহির ছেলে গনি গোয়াল, গনি গোয়ালের ছেলে জামিল গোয়াল, বাসেদ মিয়া,হবি মেম্বর সহ তারা তাদের লাঠিয়াল লোকজন আমার আবাদি জমি দখলের পায়তারা করছে এবং তারা বিভিন্ন সময় আমাদের ভয় ভিতি প্রদান করছে,

এ বিষয়ে জানতে চাইলে জামিল গোয়াল জানান আমরা কারো জমি দখল করি না, আমরা কেন অন্যের জমি দখল করবো,

জমি দখলের বিষয়ে জানতে চাইলে মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বলেন, শালদহ গ্রামের ইলাহির ছেলে গনি গোয়াল, গনি গোয়ালের ছেলে জামিল গোয়াল, বাসেদ মিয়া,হবি মেম্বর সহ আরো লোকজন ক্ষমতার জোরে প্রায় তিনশত একর জমি দখলের পায়তারা করছে,আসলে ওদের কাছে জমির কোনো কাগজ পত্র নাই,

এবিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলমের কাছে জানতে চাইলে তিনি জানান এ রকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই, নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি দিয়েছে কিনা জানিনা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট