1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে দেশব্যাপী ম্যার্টস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন

হৃদয় আহমেদ লিমন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

চার দফা দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যার্টস শিক্ষার্থীরা।

গত সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ম্যাটসহ ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীরা। এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিসমূহ এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন নামক স্বতন্ত্র বোর্ড গঠন দাবি জানান। বঙ্গবন্ধু পঞ্চম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা ব্যবস্থা, ইন্টার্নীশিপ বহাল, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগের দাবি করেন তারা।

এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর হাসপাতা‌লের ইন্টার্ণ চি‌কিৎসক ডা: ক‌বির আহ‌মেদ, ডা: সা‌কিব আহ‌মেদ, ডা: আরাফাত রহমান ও আহাম্মাদ উল‌্যাহ মানসুর সি‌নিয়র সমন্বয়ক সাধারন ম‌্যাটস্ শিক্ষার্থী ঐক‌্য প‌রিষদ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন ২৫০ শয‌্যা বি‌শিষ্ট বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব জেনা‌রেল হাসপাতা‌লের সকল ইন্টার্ন চি‌কিৎসকগন। সিরাজগঞ্জ ও কা‌জিপুর সরকা‌রি ম‌্যাটস্ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ প্রমূখ।

শিক্ষার্থীরা সিরাজগঞ্জ সরকা‌রি ম‌্যাটস হ‌তে র‌্যা‌লি শুরু হ‌য়ে জেলা সদর হাসপাতাল এর পাশ দি‌য়ে প্রেসক্লাব এর সাম‌নে মানব বন্ধন ক‌রে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট