মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক রুবেলসহ তিন জন। তবে রুবেল চিকিৎসা নিয়ে ফিরে গেলেও বাকি দুই জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার সকালে জেলার তাতিবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন- নায়ক রুবেলের ট্রেইনার মোহাম্মদ কবির ও গাড়ির চালক ওমর ফারুক।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার জন্য রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাস যোগে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় আসলে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় চিত্রনায়ক রুবেলসহ তার দুই সহযোগী আহত হন। তবে রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও গাড়ির চাল গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে রুবেল কথা বলতে রাজি হননি।
বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল, না মানলে হরতাল
সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরানুল হক সনেট বলেন, রুবেলের সামান্য আহত হয়েছেন। বাকি দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।