1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো ৮ জনের

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯৯৪ জন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এ নিয়ে চলতি মাসের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৯২ জনের মৃত্যু হলো।

চলতি বছরে এখন পর্যন্ত ৪০৭ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে। এদের মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ হাজার ৫৯৫ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এর বাইরে ঢাকা বিভাগে ২৩৮ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট