সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকালে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ সুপারভাইজার সরোয়ার হোসেন ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত পৌর বাজারে পাখি বিক্রির সময় উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল করিম(৪৫) ও নাজির উদ্দিন (৪৩) নামের দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় তাদের নিকট থেকে পাওয়া বিভিন্ন প্রজাতি পাখি মুক্ত করে দেয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান বলেন, পাখি শিকার দন্ডনীয় অপরাধ। পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।