সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের গোন্তা বাজার এলাকায়। নিহত হলেন, পাবনা জেলার সুজাপুর থানার রাইপুর গ্রামের ছরোয়ারদীর ছেলে মোস্তফা ছেলিম (৩৯)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত চালক মোস্তফা সেলিম মাঝে মধ্যে এই পথ দিয়ে বগুড়া যাওয়া আসা করতো। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া যাওয়ার সময় গোন্তা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে রানীরহাট বাজারে স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে জানান।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবার লোকজনকে জানানো হয়েছে । তারা আসলে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।