বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। এর পাশাপাশি ৬টি ব্যাংককে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়েছে। তিনি বলেন, টাকা ছাপাবো না বলেছিলাম, তবে সেই সিদ্ধান্ত থেকে সামান্য সরে এসেছি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ব্যাংক খাতে চলমান অস্থিরতা দূর করতে চাই। আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, যে ব্যাংকেই টাকা রাখুন না কেন আপনার আমানত সুরক্ষিত। এটা নিয়ে মাথা ব্যাথা আমাদের, আপনারা নিশ্চিত থাকুন।