1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

বোমা হামলা চালিয়ে ভারতের তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুসলিম ঐতিহ্যবাহী এই বিখ্যাত সৌধটি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। এটি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে শোরগোল পড়ে গেছে দেশটির পর্যটন দপ্তরসহ নিরাপত্তা সংস্থাগুলোতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরে ই-মেইল মারফত এই হুমকি পাঠানো হয়। এর পরেই তাজমহল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

উত্তরপ্রদেশের পুলিশ কর্তা সাইদ আরিব আমেদ বলেন, পর্যটন দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। যেখানে বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আগ্রা পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাজমহল এলাকায় বোমা নিষ্ক্রীয়কারী দল পাঠানো হয়েছে।

তিনি বলেন, হুমকি বার্তা আসার পরই ঘটনাস্থলে ছুটে যায় বোমা নিষ্ক্রীয়কারী দল। নামানো হয় প্রশিক্ষিত কুকুরও। তাজমহলজুড়ে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে এ ধরনের অসংখ্য বোমা হামলার হুমকি বার্তা ছড়িয়েছে ভারতজুড়ে। বিশেষ করে বিমানের ফ্লাইট ঘিরে এ ধরনের হুমকি বেশি আসে। ফলে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট