1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:১০ অপরাহ্ন

কাজিপুরে ট্রাক্টরের নিচে পরে বৃদ্ধের মৃত্যু

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে জমিজমা সংক্রান্ত জেরে মাটি কাটা ট্রাক্টরের নিচে পরে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে৷

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বরইতলী গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, নিহত ব্যক্তি হলেন কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের মৃত ইন্জিল সরকারের ছেলে হবিবুর রহমান (৬৫)৷

জানা যায়, ২০২৩ সালে হবিবর রহমানের আগের পক্ষের মেয়ে সাবরিনা আক্তার সিরিন ৭ শতাংশ জমি বিক্রি করেন মেঘাই গ্রামের শাহ মহুরির ছেলে বিপ্লব মিয়ার কাছে, আজ সকালে জমিতে মাটি ভরাট করতে গেলে হবিবুর রহমান মাটি ভরাট কাজে বাধা প্রদান করেন, কথা কাটাকাটির একপর্যায়ে হবিবুর রহমান মাটিতে পরে গেলে মাটি ভরাটরত কাজে ব্যবহৃত ট্রাক্টরের নিচে পরে যায় এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

হবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান জানান শুনেছি বিপ্লব মহুরি আমার বাবার আগের পক্ষের মেয়ে সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতাংশ জমি কিনে নেয়, আজ সকালে বিপ্লব মহুরি লোকজন নিয়ে এসে এই জমিতে মাটি ভরাট করতে এলে আমার বাবাকে তারা ট্রাক্টরের নিচে ফেলে মেরে ফেলে, আমি আমার বাবার হত্যার বিচার চাই৷

হবিবুর রহমানের ছোট ভাইয়ের বউ মুক্তি বানু জানান, এই জমি নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছে, আমরা বারবার বিপ্লব মহুরি কে বলেছি আপনি জমি কিনেছেন ভালো কথা,মুরুব্বিদের সাথে বসে জমির যে ঝামেলা সেটা মিটান,আজকে জোর করে মাটি ভরাট করতে এসে কথা কাটাকাটির মধ্যে আমার ভাসুর কে ট্রাক্টরের নিচে ফেলে মেরে ফেলেছে৷

ঘটনা জানতে মাটি ভরাট কাজে ব্যবহৃত ট্রাক্টরের মালিক ও চালকের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি৷

এবিষয়ে অভিযুক্ত বিপুল মহুরির সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,গতকাল আমি আমার শেরপুর বাসায় আছি, আজকে কারা আমার জমিতে মাটি ভরাট করতে গেছে আমি জানিনা,আমি কোনো লেবার বা মাটি ভরাট করতে লোক পাঠাইনি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, জমিজমা সংক্রান্ত একটা অভিযোগ গতকাল পেয়েছি আমরা পুলিশ পাঠিয়ে দু’পক্ষকে সমাধান না পর্যন্ত স্থিতি থাকতে বলেছিলাম,আজকে শুনি মাটি ভরাট করা নিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা লাশ ময়নাতদন্তে পাঠাবো,ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট