1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৬১ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব। এ সময় দুইটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

সোমবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের বেলাল হোসেনের ছেলে হুমায়ুন কবির (৪২), একই এলাকার মো. আলমের ছেলে প্রাইভেটকার চালক আলামিন (৩০), ভোলার চরফ্যাসান উপজেলার চর ফ্যাসান গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩২) ও চাঁদপুরের শাহারাস্থী উপজেলার দোইয়ারা একাতরী গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে প্রাইভেটকারের চালক ফরিদ মিয়া (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২২ ডিসেম্বর দুপুরে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মোড়ে ঢাকা-রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় দুইটি প্রাইভেটকারে তল্লাশি করে ৬১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার এবং প্রাইভেটকার দুইটি জব্দ করা হয়।”

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে হয়েছেবলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট