1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

ভুয়া ডাক্তার সারওয়ারের প্রতারণা, আইনজীবীর লিগ্যাল নোটিশ

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

দেশে ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য বর্তমানে ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। যাঁরা প্রকৃত অর্থে চিকিৎসক নন, তাঁরা মিথ্যা পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। আর এই প্রতারণার শিকার সাধারণ মানুষ চিকিৎসার আশায় ভুল পথে পরিচালিত হচ্ছেন।

ডা. এস এম সারওয়ার নামের তেমনই এক ভুয়া চিকিৎসকের সন্ধান মিলেছে রাজধানীর পুরানা পল্টন এলাকায়। কোন ডিগ্রী নেই তবুও ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, নামের আগে ডা. ব্যবহার করে ৪০টির ও বেশি রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন দীর্ঘ বছর।

রাজধানীর পুরানা পল্টন ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের ১২তলায়, ঢাকা-এর ফ্লোরে ‘গণস্বাস্থ্য হোমিও চিকিৎসা’ নামে দীর্ঘ দিন ধরে ক্যান্সারসহ ৪০টির বেশি রোগের চিকিৎসা করেন তিনি। শুধু ঢাকায় নয় ডা. এস এম সারওয়ার তার নিজ জেলা হবিগঞ্জ সদর থানার পিটি আই রোড, বাসা নং-৩৫৯৫ সেখানেও চেম্বার করেন তিনি। চিকিৎসার নামে এমন অপকর্মের মাধ্যমে রাতারাতি কোটি টাকার মালিক বনেছেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, ডা. এস এম সারওয়ার কেবল মাত্র এসএসসি পাস করে ঢাকায় এসে হোমিও প্যাথিক কলেজে ভর্তি হয়। কিছুদিন ক্লাস করেন তিনি। এরপর হোমিও প্যাথিক কলেজ থেকে পরীক্ষা দিয়েই হোমিও ডাক্তার হিসেবে সাইন বোর্ড ব্যানার ও ভিজিটিং কার্ড লাগিয়ে ঢাকার ১৪ পুরানা পল্টন দারুস সালাম মার্কেট-এর ৭ তলায় একটি কক্ষ নিয়ে চিকিৎসা সেবা দিতে শুরু করেন। এরপরে তার কোন কলেজে বা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া না করেই ডা. এস এম সারওয়ার এখন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দেন। এস এম সারওয়ার নামের আগে ডা. এবং বিশেষজ্ঞ ডিগ্রী লেখার বৈধতা চ্যালেঞ্জ করে জেলা ও দায়রা জজ আদালতের একজন সিনিয়র আইনজীবী মুহাম্মদ নজরুল ইসলাম খান পাখি লিগ্যাল নোটিশ দিয়েছেন।

গত (৩ ডিসেম্বর) মঙ্গলবার প্রথম লিগ্যাল নোটিশ করা হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে ডা. এস এম সাওয়ারের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও ডা. এস এম সারওয়ার নোটিশের কোন জবাব না দেয়ায় গত (২৫ ডিসেম্বর) দ্বিতীয় বার লিগ্যাল নোটিশ দেয়া হয়। কিন্তু দ্বিতীয় নোটিশের ও কোন জবাব দেননি।

অভিযোগ রয়েছে, ডা. এস এম সারওয়ারের কাছে লিগ্যাল নোটিশ দেয়ার কারণে এড, পুরষ্কারপ্রাপ্ত ক্যান্সার গবেষক, অধ্যক্ষসহ আরো একাধিক পদবী ব্যবহার করে মুহাম্মদ নজরুল ইসলাম পাখিকে তার ক্যাডার বাহিনী দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে বলেও লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।

এড. মুহাম্মদ নজরুল ইসলাম পাখি ও তার ভয়েজ ম্যানেজ-এর মাধ্যমে এ প্রতিবেদককে জানান, ডা. এস এম সারওয়ার একজন জুলুমবাজ, প্রতারক, প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে ডা. এস এম সারওয়ার সাধারণ অসহায় মানুষের সাথে দীর্ঘ দিন ধরে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে দিয়ে গোটা নাগরিক সমাজ এমনকি মিথ্যা পরিচয়কারী তার দালাল চক্রের কাছে অনেক নিরীহ লোকজন প্রতারিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, ডা. এস এম সারওয়ারের কোন ডিগ্রী নেই অথচ তিনি সাইন বোর্ড ও ভিজিটিং কার্ডে লিখেছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সাওয়ার। যেখানে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন সেখানে কিভাবে ডা. এস এম সাওয়ার সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।

হবিগঞ্জের সাধারণ মানুষ জানায়, ডা. এস এম সাওয়ারের কতিপয় দালাল চক্র রয়েছে। এই দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ও গ্রামগঞ্জের রোগীদের কাছে গিয়ে তাদের ভালো উন্নত মানের চিকিৎসা সেবা দেয়ার কথা বলে ক্যান্সার আক্রান্ত রোগীদের ভাগিয়ে নিয়ে আসে। তার বায়তুন আমান চেম্বারে গেলে দেখা যায় ১৫/২০ জনের একটি দালাল চক্র সেখানে বসে থাকে। কোনো একটি ক্যান্সার আক্রান্ত রোগী ডা. এস এম সাওয়ারের কাছে কৌশলে নিয়ে আসতে পারলেই দালালদেরকে অর্থের একটি অংশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট