1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

রায়গঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিকে হুমকি দিলেন বিএনপি নেতা

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
ছবিঃ অভিযুক্ত বিএনপি নেতারা

সিরাজগঞ্জের রায়গঞ্জে তথ্য  চাওয়ায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা সোহেল রানাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রায়গঞ্জ থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই মমিন পাঠানের এলজিইডির প্রকল্পের আওতায় উপজেলার ধামাইনগর বাজার থেকে নিমগাছী কড়িতলা পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা গত ৬ জানুয়ারী এলজিইডি অফিসে গিয়ে রাস্তাটির কাজের তথ্য চান। 

এতে রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা ও  বোরহান উদ্দিন রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। বাদশা পৌর এলাকার মৃত ওয়ারেছ আলীর ছেলে ও বোরহান উদ্দিন পৌর এলাকার মৃত আবুসাইদের ছেলে।

এই ঘটনার জের ধরে গত ৯জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অভিযুক্ত  রোম বাদশা এবং বোরহান মিলে তাকে ভয়ভিতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।

এমতবস্থায়  জীবনের নীরাপত্বা হীনতার কারণে ১২ জানুয়ারী রায়গঞ্জ থানা ও নিমগাছী  সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে রায়গঞ্জ কর্মরত সাংবাদিকরা  তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে এমন ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট