1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাব্বি হাসান হৃদয়
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

১৩ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে আজ সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন বলে জানান বেলকুচি থানার ওসি জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘নির্যাতিত শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে শারীরিক পরীক্ষা করানো হবে।

এর আগে একই অভিযোগে রবিবার (১২ ডিসেম্বর) রাতে  ফকির মো. জুয়েল রানাকে শোকজ করে উপজেলা বিএনপি।

ওই পত্রে বলা হয়েছে, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠছে। যা রবিবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানান, বিষয়টি জানার পরই অভিযুক্ত ফকির মো. জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে দলের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানা বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। ওই শিশুকে শারীরিক পরীক্ষা করলেই তার প্রমাণ পাওয়া যাবে।

জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্রধরে শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা ফকির মো. জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন। বাড়িতে ফিরে গিয়ে স্বজনদের জানানোর পর বিষয়টি জানাজানি হয়। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট