”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” ”মাদক ছেড়ে মাঠে চল ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আফজাল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে উক্ত খেলাটি আয়োজন করা হয়। খেলাটি উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সদস্য টিপু তালুকদার, শামীম রেজা খান, সোনামুখী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নাছিম আহম্মেদ বাবু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ রনজু, সোনামুখী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুজ সরকার, চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সাদ্দাম প্রমুখ।