মুকুল হোসেন
নিজের পায়ে দাড়াতে চান হাত দিয়ে হাটা সবুজ,
সে জন্ম থেকেই প্রতিবন্ধি নেই হুইল চেয়ার কেনার সামর্থ।
তবে আছে তার প্রবল ইচ্ছাশক্তি ও প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজিপুর গ্রামের সুফল মাহাতোর
৮ বছর বয়সী ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সবুজ মাহাতো
আর ইচ্ছাশক্তিকে হারমানতে হচ্ছে, তিনি জানান,,,,,,
স্বাভাবিক মানুষের মতো পা না থাকায় পায়ের চাপটা নিতে হয়েছে কোমল হাতে,
তার মা চন্দন মাহাতো জানান,,,,,,
বাড়ি থেকে কোমরে ভর করে পিঠে ইস্কুল ব্যাগ নিয়ে মাটির রাস্তা পেরিয়ে ইস্কুলে যায় সবুজ
তাতে হাতে ফোসকা পরলে ভাত খেতে পারেনা
সবুজের বাবা সুফল মাহাতো জানান,,,,