1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

নতুন গাড়ি আনলো টাটা, মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ১৫০ কিলোমিটার

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

যারা ইলেকট্রিক গাড়ি কিনতে চান তাদের জন্য সুখবর। কেননা, জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মটোরস আরও একটি বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে। সংস্থার দাবি, মাত্র ১৫ মিনিট চার্জ করলে গাড়িটি চলবে ১৫০ কিলোমিটার পর্যন্ত।

এই গাড়ির নাম টাটা কার্ভ ইভি। গাড়িতে রয়েছে আধুনিক ডিজাইন এবং বৈশিষ্ট্য। সানরুফ থেকে শুরু করে বড় টাচস্ক্রিন, সেফটি ফিচার্স সবই রয়েছে গাড়িতে। টাটা কার্ভ গাড়ির একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি।

বেস মডেলে ৪৫ কিলোয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে ৫০২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। টপ মডেলে রয়েছে ৫৫ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে নন-স্টপ ৫৮৫ কিলোমিটার নিয়ে যাবে। এটি টাটা মোটরসের এখনো পর্যন্ত সবচেয়ে লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি।

কোম্পানির দাবি, কার্ভ ইভিতে রয়েছে আলট্রা-ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাও। ডিসি চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ১৫ মিনিট প্লাগ-ইন রাখলেই গাড়ি চলবে ১৫০ কিলোমিটার।

এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে এলইডি টেল লাইট, যা গাড়িজুড়ে দেখা যাবে। ভিতরে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। তার সঙ্গে রয়েছে প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি।

সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ডিস্ক ব্রেক, অটো-হোল্ড, এমার্জেন্সি ব্রেকিং-সহ একাধিক ফিচার্স। টাটা মোটরসের এই ইলেকট্রিক গাড়ির কেনার জন্য এক্স-শোরুম বাবদ খরচ করতে হবে, ১৭ লাখ ৪৯ হাজার রুপি থেকে ২১ লাখ ৯৯ হাজার রুপি। সূত্র: অটোকার ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট