বিএনপি নেতা কলেজ প্রতিষ্ঠিত করার কারণে দীর্ঘ ১৫ বছরে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজ’কে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হলেও কলেজে এখন পর্যন্ত কোনো স্থায়ী ভবন নির্মিত হয়নি। কলেজ প্রতিষ্ঠার পরে একটি ভবনেই অধ্যক্ষের কক্ষ, উপাধ্যক্ষের কক্ষ, অফিস রুম ও টিচার রুম রয়েছে। বর্তমানে কলেজটিতে ৫৯ জন শিক্ষক, ১৩ জন কর্মচারী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪০০ জন এবং ডিগ্ৰি পর্যায়ে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে। ৩১ বছর ধরে শিক্ষার্থীদের জন্য কোনো আলাদা ক্লাসরুম না থাকায় পাশের ৬ টি জরাজীর্ণ টিনশেড ঘরে গাদাগাদি করে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
কলেজের শিক্ষকেরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই শিক্ষাপ্রতিষ্ঠান আজ উন্নয়ন বঞ্চিত। কাজিপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আফজাল হোসেনের নামে কলেজটির নামকরণ হওয়ায় আওয়ামী শাসনামলে কাজিপুরের সব কলেজের মধ্যে শুধুমাত্র এই কলেজটিকেই উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে।
আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব জানান, ভবন না থাকার কারণে পাঠ দানে বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে। এছাড়া একটি কলেজে যা যা প্রয়োজন সেই তুলনায় এখানে কিছুই নেই। এমনকি শিক্ষক ও কর্মচারীদের আলাদা কোন ভবন নেই। উন্নয়ন না হওয়ার প্রধান কারণই হচ্ছে বিএনপি নেতার নামে কলেজের নামকরণ। শীঘ্রই, এখানে সরকারিভাবে দুইটি ভবন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রদান করা হবে এমনটাই দাবী কলেজ কতৃপক্ষের।
কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আফজাল হোসেন সরকার ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার কলেজ মনে করে আওয়ামী লীগ সরকারের আমলে এই কলেজটি সবসময় অবহেলার কাতারেই থেকে গেছে। দুইটি নতুন ভবনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।