সিরাজগঞ্জের তাড়াশের একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার পেঙ্গুয়ারি গ্রামে মোঃ রাশিদুল হাসান মিন্টুর বসত ঘরে আগুন লেগে বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, হঠাৎ দেখা যায় মিন্টুর ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন।
এর মধ্যেই ওই বাড়ির টিনের চাল,নগদ টাকা,আসবাবপত্র, সহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন ধরেছে। এতে প্রায় তাদের ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ি থাকা আসবারপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।