সারাদেশে অব্যাহত নারী, শিশু সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে এগারোটায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শহীদ মিনারে পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে কলেজের সামনে সিরাজগঞ্জ- কাজিপুর মহাসড়কে মানববন্ধন করেন তারা।
এতে দেড় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান নাজির, সাধারণ সম্পাদক সুমন হাসান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস জামান, কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, ছাত্রনেতা মিনু প্রমুখ।
মানববন্ধনে তারা বলেন, অন্তরবর্তী সরকার দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সারাদেশে একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটে চলছে। সাধারণ মানুষ বিশেষত নারী, শিশু থেকে শুরু করে বৃদ্ধরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় দেশে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তারা আরো বলেন, ‘একজন নারী হিসেবে ধর্ষণের মতো কর্মকা- মোটেও কাম্য নয় এবং আমরা এটি সমর্থন করিনা। মাগুরায়, গাজীপুরসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে দেশের অবস্থা এখন ভয়ানক। শিশু থেকে বয়স্ক কেউই এখন নিরাপদ না। তাই অন্তবর্তীকালীন সরকারকে অতিদ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সারাদেশে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।