ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৭ সালের ১৩ই মার্চ মরহুম পীর সৈয়দ ফজলুল করিম এর হাত ধরে গঠিত হয় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সেই সময় থেকে আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময় আন্দোলন, লড়াই, সংগ্রাম করে গঠিত হয় ইসলামিক এই দলটি। পবিত্র রমজানে মাসে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সিরাজগঞ্জের কাজিপুরে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাজিপুর থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন কাজিপুর থানা শাখার সভাপতি হাফেজ মো: আবু জাফর।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা আহবায়ক মাওলানা মো: জিয়াউল হক। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মো: আব্দুল গনি, কাজিপুর থানা শাখার সহ-সভাপতি দুলাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বকুল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোনেক্কা হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, সোনামুখী ইউনিয়ন শাখা সেক্রেটারি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
এতে প্রায় ১১’শ রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।