1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

আছিয়ার শোক শেষ হতে না হতেই এবার ৯ বছরের শিশুকে ধর্ষণ

রাব্বি হাসান হৃদয়
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
ছবিঃ শিরোনাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে কন্যা ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে আসামী করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে রবিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। শিশুটি নাড়ুয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।

শিশুটির মা ও নানী জানান, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এসময় আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ্য করে বাড়িতে পাঠিয়ে দেয়। বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি ধর্ষনের বিষয়টি জানায়। পরদিন স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানার পর বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহবায়ক মুনতাসির হাসান মেহেদী ও  যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান এশা,  এ সময় তারা জানান, র‌্যাপিস্টদের মতো ভাইরাস চিরতলে বাংলাদেশ থেকে দুর করতে হবে। একই সাথে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। এ সময় তারা নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত হলেও তবে মানসিকভাবে সুস্থ নয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার জন্য তার সিম্বল ল্যাবে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধর্ষনের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট