1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. সবুজ মিয়া (৪৮)’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি জামালপুর সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত আলহাজ্ব ইমান আলী (৫৪) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি।

বৃহস্পতিবার (২০মার্চ) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) এএসপি মো.সাইদুর রহমান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

মো.সাইদুর রহমান বলেন, র‌্যাব-৪ বিভিন্ন নৃশংস অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-০১ এর যৌথ আভিযানিক দল জামালপুর জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত আলহাজ্ব ইমান আলী (৫৪) হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.সবুজ মিয়া (৪৮),’কে গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণ জানিয়ে তিনি বলেন, গত ২০২১ সালের ১৪ মার্চ আসামী মো. সবুজ মিয়া (৪৮),’কে আদালত মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামী মো. সবুজ মিয়া গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় গত ৫ আগষ্ট কাশিমপুর কারাগারে অবস্থানরত অন্য আসামিদের সাথে যোগসাজসে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করে ত্রাসের সৃষ্টি করে। দায়িত্বপালনরত জেলরক্ষী ও কর্মকর্তাদের আঘাত, কর্তব্য কাজে বাধা দিয়ে জেল ভেঙ্গে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানা পুলিশে মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গতকাল বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি মো. সবুজ মিয়া (৪৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট